সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

নকলায় নতুন ইউএনওর যোগদান

নকলা (শেরপুর) প্রতিনিধি

নকলায় নতুন ইউএনওর যোগদান

শেরপুরের নকলা উপজেলার নির্বাহী অফিসার হিসেবে সাদিয়া উম্মুল বানিন যোগদান করেছেন। নতুন ইউএনও জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার মো. আব্দুস সামাদের তিন কন্যা সন্তানের মধ্যে সবার বড়। 

সোমবার (৫ জুন) তিনি নকলায় কাজে যোগদান করেন। তিনি নকলা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) বুলবুল আহমেদের স্থলাভিষিক্ত হন। 

সাদিয়া উম্মুল বানিন নকলা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের আগে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। এর আগে ২০১৯ সালের ৯ এপ্রিল থেকে ২ বছর ৩ মাস নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।

তিনি ২০১৬ সালে ৩৪ তম বিসিএস-এ প্রশাসন ক্যাডারে নির্বাচিত হয়ে ওই সালের পহেলা জুন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের মাধ্যমে প্রশাসন ক্যাডারে প্রথম কর্মজীবন শুরু করেন।

ইউএনও সাদিয়া উম্মুল বানিন জানান, জেলা প্রশাসকের দিকনির্দেশনা মোতাবেক বিভিন্ন স্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় সরকারি সেবা জনগণের অতিনিকটে পৌঁছে দিতে বদ্ধ পরিকর।

তবে এর জন্য উপজেলায় কর্মরত সাংবাদিক, রাজনৈতিক নেতারা, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, পুলিশ বিভাগ, বিভিন্ন নিরাপত্তাকর্মী ও আইনশৃঙ্খলা বিভাগের সদস্যসহ সব পেশা-শ্রেণির জনগণের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন।

টিএইচ