বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নকলায় পুকুরের ডুবে শিশুর মৃত্যু

নকলা (শেরপুর) প্রতিনিধি 

নকলায় পুকুরের ডুবে শিশুর মৃত্যু

শেরপুরের নকলায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে হূদয় হাসান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের কুর্শা নয়াবাড়ী এলাকায় এ ঘটনাটি ঘটে। 

নিহত হূদয় হাসান ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঘাঘরাখালি গ্রামের দেলোয়ার হোসেনের একমাত্র ছেলে। জানা গেছে, শিশুদের জন্য নির্মাণ করা তিন চাকার সাইকেল চালানোর সময় হূদয় হাসান পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। 

এমন সময় বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে হূদয়ের নানা পুকুরে সাইকেল ভাসতে দেখে ডাক চিৎকার শুরু করেন। 

পরে স্থানীয়রা পুকুর থেকে হূদয় হাসানকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টিএইচ