বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নকলায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

নকলা (শেরপুর) প্রতিনিধি

নকলায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

শেরপুরের নকলায় পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) নকলা থানা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, বানেশ্বর্দী ইউপি চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত প্রমুখ।

সভায় মাদক, জুয়া, বাল্যবিয়ে, ইভটিজিং, নারী নির্যাতন, যৌতুকনিরোধ বিষয়ে নির্দেশনামূলক আলোচনা করা হয়। এছাড়াও বক্তারা মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেয়ার জন্য আহ্বান জানান। 

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, থানার পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
    
টিএইচ