বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নকলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নকলা (শেরপুর) প্রতিনিধি

নকলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

শেরপুরের নকলায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ বালিকা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। 

গত শনিবার উপজেলার পাইস্কা বাইপাস এলাকাস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বালক অনূর্ধ্ব-১৭ খেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের উপনেতা কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বেগম মতিয়া চৌধুরী এমপি (ভার্চ্যুয়াল) উদ্বোধন ঘোষণা করেন।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ছামিউল হক মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আ.লীগের সভাপতি এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আ.লীগের সভাপতি আম্বিয়া খাতুন, পৌরমেয়র ও উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হামযা কনক প্রমুখ।

টিএইচ