বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নকলায় বিদায়ী ইউএনওকে প্রেসক্লাবের সংবর্ধনা

নকলা (শেরপুর) প্রতিনিধি

নকলায় বিদায়ী ইউএনওকে প্রেসক্লাবের সংবর্ধনা

শেরপুর জেলার নকলা উপজেলা পরিষদের প্রশাসক ও ইউএনও সাদিয়া উম্মুল বানিন-কে ঐতিহ্যবাহী নকলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গত রোববার ইউএনওর অফিস কক্ষে প্রেসক্লাবের আয়োজনে এক নান্দনিক পরিবেশে ওই সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি প্রাপ্ত জামালপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ, নকলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা, নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেনসহ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও প্রেসক্লাবের অন্য সদস্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সাদিয়া উম্মুল বানিনকে বিভাগীয় শহর ময়মনসিংহে নেপের উপপরিচালক (প্রশাসন) হিসেবে বদলি করা হয়েছে। তিনি গতবছরের ১৭ মে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ে নকলার ইউএনও হিসেবে যোগদান করেন এবং ৫ জুন নকলা উপজেলায় নিজ কার্যালয়ে কাজে যোগদান করেন।

টিএইচ