বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

নকলায় লাঠির আঘাতে সিকিউরিটি গার্ড নিহত দুজন আটক

নকলা (শেরপুর) প্রতিনিধি

নকলায় লাঠির আঘাতে সিকিউরিটি গার্ড নিহত দুজন আটক

শেরপুরের নকলায় প্রতিবেশি ভাই বউয়ের লাঠির আঘাতে ভাসুর মুরাদ হোসেন (৫৫) নামে এক সিকিউরিটি গার্ড নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ এপ্রিল) উপজেলার টালকী ইউনিয়নের পূর্বটালকী গ্রামে এ ঘটনা ঘটে। 

মুরাদ একই গ্রামের মৃত আ. রহিম মাস্টারের ছেলে। ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাজেদা বেগম ও তার মেয়ে খুসি বেগমকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদ হোসেন দীর্ঘদিন যাবৎ ঢাকার কল্যাণপুর এলাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। তার চাচাত ভাই জালাল উদ্দিনের সঙ্গে বশতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব চলছিল। ঈদে ছুটি না পেয়ে গতাকল মুরাদ ঢাকা থেকে নিজ বাড়ি পূর্ব টালকীতে আসেন। সঙ্গে কিছু ঘরের আসবাবপত্র নিয়ে আসেন। 

আসবাবপত্র নিয়ে বাড়িতে প্রবেশ নিয়ে প্রতিবেশী চাচাত ভাইয়ের বউ মাজেদা বেগমের সঙ্গে তর্কবিতর্কের এক পর্যায়ে মাজেদা বেগম লাঠি দিয়ে মাথার পিছনে আঘাত করলে মুরাদ মাটিতে পরে যায়।

এমতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নকলা থানার ওসি মো. আব্দুল কাদের মিয়া জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতপূর্ব ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

টিএইচ