শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

নকলায় সড়ক দুর্ঘটনায় ৪ পরীক্ষার্থী আহত

নকলা (শেরপুর) প্রতিনিধি

নকলায় সড়ক দুর্ঘটনায় ৪ পরীক্ষার্থী আহত

সারা দেশের মতো শেরপুরের নকলায় গত বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে এইচএসসি, আলিম ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শেষ হলেও, বাকি পরীক্ষা দেয়া ও ফলাফল বিপর্যয়ের শঙ্কায় পড়েছে সড়ক দুর্ঘটনায় আহত হওয়া চার পরীক্ষার্থী।

সড়ক দুর্ঘটনা কবলিত আশাহত পরীক্ষার্থীরা হলেন— উপজেলার সরকারি হাজী জালমামুদ কলেজের বাণিজ্য শাখার মীর সাব্বির ও শুভ মিয়া এবং মানবিক শাখার রুবেল মিয়া ও মানিক মিয়া। এদের মধ্যে মীর সাব্বিরের অবস্থা গুরুতর।

জানা গেছে, গত বৃহস্পতিবার পরীক্ষা দেয়ার উদ্দেশ্যে পার্শ্ববর্তী উপজেলা নালিতাবাড়ীতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা কবলিত হয় তারা। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে পরীক্ষার আসনে বসলেও তাদের পরীক্ষা আশানুরূপ হয়নি। মীর সাব্বিরের শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় সে বাকি পরীক্ষা দেয়া নিয়ে মহাচিন্তায় আছে। 

তাছাড়া আহত বাকিরা পড়েছে তাদের ফলাফল বিপর্যয়ের শঙ্কায়। অভিভাবকরা জানান, নিজ উপজেলা শহরে পরীক্ষা নেয়ার মতো যথেষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও অজ্ঞাত কারণে হঠাৎ করেই ২০১৫ সাল থেকে হাজী জালমামুদ কলেজের পরীক্ষার্থীদের কেন্দ্র চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজ কেন্দ্রের বদলে প্রায় ১৫ কিলোমিটার দূরের নালিতাবাড়ী উপজেলার শহীদ নাজমুল স্মৃতি কলেজে গিয়ে পরীক্ষা দিতে হচ্ছে। 

এতে প্রতি বছর পরীক্ষা চলাকালে কোনো না কোনোদিন দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে তাদের। এ বিষয়ে হাজী জালমামুদ কলেজের তৎকালীন অধ্যক্ষ লুৎফর রহমান জানান, কোনো একসময় সরকারের নির্দেশ মোতাবেক হাজী জালমামুদ কলেজের পরীক্ষার্থীরা চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজে এবং চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের পরীক্ষার্থীরা হাজী জালমামুদ কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতো। 

কিন্তু তখনকার পরীক্ষার্থী ও অভিভাবকদের চাহিদা অনুযায়ী এবং পরিবেশগত কারণে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্র পরিবর্তন করা হয়েছিল। এখন উপযুক্ত পরিবেশ সৃষ্টি হওয়ায় নিজ উপজেলার কেন্দ্র পুনরায় বহাল করা যেতে পারে বলে তিনি মনে করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন দুর্ঘটনার বিষয়ে দুঃখ প্রকাশ করে বলেন, আমি নকলাতে নতুন এসেছি। আমি আসার আগেই পরীক্ষার্থীদের প্রবেশপত্রে কেন্দ্র সিলেকশন হয়ে গেছে। তাছাড়া বিষয়টি আমার আগে জানাও ছিলনা। এ বছর যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে, সেহেতু এ মুহূর্তে কেন্দ্র পরিবর্তন করার সুযোগ নেই। তবে আগামী বছর থেকে যেন পরীক্ষার্থীরা নিজ উপজেলায় পরীক্ষা দিতে পারে। এ জন্য কয়েকদিনের মধ্যেই যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হবে বলে তিনি জানান।

টিএইচ