বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নগরকান্দায় ছুরিকাঘাতে যুবক খুন

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি  

নগরকান্দায় ছুরিকাঘাতে যুবক খুন

ফরিদপুরের নগরকান্দায় ছুড়ি দিয়ে কুপিয়ে যুবককে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে উপজেলার ফুলসুতি ইউনিয়নের হিয়াবলদি ও কাজিকান্দা গ্রামের মধ্যবর্তী হরিণখালী নামক স্থানে।

নিহত রুবেল উপজেলার পাঁচ কাইচাইল গ্রামের সালাম শেখের পুত্র। নিহতের  স্বজনরা জানান, গত মঙ্গলবার বিকালে নিহত রুবেল শেখ (২১) পার্শ্ববর্তী হিয়াবলদী গ্রামে তার নানা রাজা মিয়ার বাড়িতে যায়। রাতে এক ভ্যানচালক রক্তাক্ত অবস্থায় রুবেলকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

কর্তব্যরত চিকিৎসক জানান, আহত রুবেলকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর রেফার্ড করার ব্যবস্থা নিতেই রুবেলের মৃত্যু হয়। রুবেল হত্যাকাণ্ডের প্রকৃত কারন এখনো জানা যায়নি। নিহত রুবেল পেশায় একজন ভ্যানচালক।

খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল  আসাদুজ্জামান শাকিল এবং নগরকান্দা থানার ওসি  মো. মিরাজ হোসেন হাসপাতালে ছুটে যান।

নগরকান্দা থানার ওসি  মো. মিরাজ হোসেন জানান, পূর্ব শত্রুতার  জের ধরে হিয়াবলদি গ্রামের উশৃঙ্খল যুবক রনি তার বন্ধুদের সাথে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

কারন ওই হিয়াবলদি গ্রামের হায়াত শেখের পুত্র রনি শেখ (১৮) গুরুতর আহতবস্থায় একই সময়ে হাসপাতালে ভর্তি হয়। রনিকে আটক অবস্থায় চিকিৎসা দেয়া হচ্ছে। সুরতহাল শেষে নিহতের ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মর্গে প্রেরন করা হয়েছে।

টিএইচ