বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

নদীর নদ-নদীর তথ্য হালনাগাদবিষয়ক কর্মশালা

ফরিদপুর প্রতিনিধি 

নদীর নদ-নদীর তথ্য হালনাগাদবিষয়ক কর্মশালা

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পশ্চিমাঞ্চল জেলাসমূহের নদ-নদীর তথ্য হালনাগাদ এবং আইটিভিত্তিক ব্যবস্থাপনাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মে) ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালার প্রধান অতিথি ছিলেন, পাউবোর প্রধান প্রকৌশলী শাহজাহান সিরাজ। 

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, পাউবোর তত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম, কুষ্টিয়া অঞ্চলের মো. আব্দুল হামিদ, ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতীম সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লাহসহ পানি উন্নায়ন বোর্ডের পশ্চিমাঞ্চেলের শীর্ষ কর্মকতারা। 

সভায় জানানো হয়, পানি উন্নয়ন বোর্ডের আওতাধিন দেশের পশ্চিমাঞ্চলে ৬০টি নদ নদী রয়েছে। বৈশ্বিক জয়বায়ুর পরিবর্তনের ফলে নদ-নদীসমূহের পানির প্রবাহ কমতে শুরু করেছে। 

সভায় বক্তরা বলেন, চিহ্নিত করতে হবে নদী অবস্থান, কোনটির ঝুঁকি বেশি রয়েছে। আমাদের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় জনপ্রতিনিধিদের ভূমিকা সব থেকে বেশি। নদ-নদী রক্ষার জন্য সমাজের সকল শ্রেণির মানুষের পাশা-পাশি সরকারির সকল দপ্তরকে এক হয়ে কাজ করতে হবে।

কর্মশালায় বক্তরা উল্লেখ করেন, সমাজের একশ্রেণির দুষ্ঠ চক্র ধীরে ধীরে নদ-নদী বা জলাধারকে গ্রাস করছে। এর থেকে পরিত্রাণ পেতে হলে সমাজের সকল শ্রেণিপেশার মানুষকে এক মত না করতে পারলে প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করা যাবে না।

টিএইচ