মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ২ বৈশাখ ১৪৩২
The Daily Post

নববর্ষের শুরুতে বিনা ধানে কৃষকের মুখে হাসি

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

নববর্ষের শুরুতে বিনা ধানে কৃষকের মুখে হাসি

নববর্ষের সূচনা নিয়ে যখন সারা দেশ উৎসবে মেতে উঠেছে, ঠিক তখনই নতুন আশা নিয়ে কৃষকের মুখেও ফুটেছে প্রশান্তির হাসি। এবছর বৈশাখের শুরুতে বিনা-১৬ এবং বিনা-১৭ ও ২৫ জাতের ধানের ভালো ফলন কৃষকদের মাঝে আশার সঞ্চার করেছে।

এসব উচ্চফলনশীল ও রোগ প্রতিরোধক্ষম ধান চাষে কম সময় ও খরচ তুলনামূলকভাবে কম হওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন।

ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলায় দেখা গেছে, কৃষকেরা ধানের বাম্পার ফলনে খুশি। ময়মনসিংহ সদর উপজেলার কৃষক আব্দুল আজিজ  জানান ৩ একর জমিতে  বিনামূল্যে পাওয়া ‘বিনা-২৫ ও ১৬  ধান চাষে সার, পানি কম লাগে, আর ফলনও ভালো। এবার পয়লা বৈশাখে সত্যিকারের আনন্দে দিন কাটছে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, সরকার কৃষকদেরকে বিনা জাতের ধান চাষে উৎসাহিত করছে এবং কৃষি সমপ্রসারণ অধিদপ্তর মাঠপর্যায়ে পরামর্শ প্রদান করছে। এমন সফলতা কৃষিতে স্বনির্ভরতা অর্জনের দিকে এক ধাপ এগিয়ে যাওয়ার ইঙ্গিত দেয়।

নববর্ষের এই আশাব্যঞ্জক শুরু কৃষিজীবী মানুষের মনে নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিয়েছে। বিনার মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদ বলেন নতুন নতুন উদ্ভাবনী প্রযুক্তি ও গবেষণায় এনেছে নতুনত্ব, বিনার উদ্ভাবিত  ধান রোপণ করে কৃষকরা কাঙ্ক্ষিত ফসল খেতে হয়েছে।  ফসল ঘরে তুলতে পারলে বিনার ও কৃষকদের স্বপ্ন সফল হবে।

টিএইচ