সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

নবাগত ওসির সঙ্গে নকলার সাংবাদিকদের মতবিনিময়

নকলা (শেরপুর) প্রতিনিধি

নবাগত ওসির সঙ্গে নকলার সাংবাদিকদের মতবিনিময়

শেরপুরের নকলায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি আব্দুল কাদের মিয়ার মতবিনিময় সভা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ওসির কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত ওসি আব্দুল কাদের তার দায়িত্ব পালনকালীন সময়ে এ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন এসআই সুমন আহমেদ, নকলা প্রেস ক্লাবের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি রাজন, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, সিনিয়র সাংবাদিক দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মুহাম্মদ হযরত আলী প্রমুখ।

টিএইচ