রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

নবীগঞ্জে বিভিন্ন মামলার ৪ আসামি গ্রেপ্তার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 

নবীগঞ্জে বিভিন্ন মামলার ৪ আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে গত রোববার রাতে ৪ আসামিকে গ্রেপ্তার করেছে। নবীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেনের দিক নির্দেশনায় এসআই রাজিব রহমান, এসআই পিযুষ কান্তি দেবনাথ, এএসআই সুব্রত কুমার দাশ ও এএসআই মো. সিদ্দিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাদেও গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন, নবীগঞ্জ সদর ইউনিয়নের বারৈকান্দি গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে ফজল মিয়া, চৌশতপুর গ্রামের দুদু মিয়ার ছেলে কয়সর মিয়া, পৌর এলাকার ছালামতপুর গ্রামের মৃত ঝাড়ু মিয়ার পুত্র ফিরোজ মিয়া, উপজেলার কমলাপুর গ্রামের বাতেন উল্লার পুত্র বজলু মিয়া। 

নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেন চারজনের গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে বলেন, গ্রেপ্তারের পর তাদের হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

টিএইচ