শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

নবীনগর স্মার্ট লাইব্রেরি করতে অনুদান প্রদান

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নবীনগর স্মার্ট লাইব্রেরি করতে অনুদান প্রদান

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের রছুল্লাবাদ ইউএ খান উচ্চ বিদ্যালয়ে স্মার্ট লাইব্রেরি করতে মাহমুদুল হাসান পারভেজের মাধ্যমে ৯ লাখ টাকার অনুদান প্রদান করেছে এলজি ইলেকট্রনিকস বাংলাদেশ। 

তথ্য সূত্রে জানা যায়, মাহমুদুল হাসান পারভেজ উপজেলার রছুল্লাবাদ গ্রামের খালাসী বাড়ির মৃত মোহাম্মদ মনিরুজ্জামান (মদন) মাস্টারের ছোট ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে  দক্ষিণ কোরিয়ান সরকারের স্কলারশিপে সেখানে যায়, শিক্ষা জীবন শেষ করে সেখানেই এলজির হেডকোয়ার্টারে কর্মজীবন শুরু করেন, বর্তমান তিনি এল,জি ইলেকট্রনিকস বাংলাদেশের হেড অফ করপোরেট ব্রান্ডিংয়ের দায়িত্ব রয়েছেন। 

তিনি তার গ্রামের বিভিন্ন সেবামূলক কাজের জন্য এযাবৎ ২৭ লাখ টাকা অনুদান এনে দিয়েছে ওই প্রতিষ্ঠান থেকে। এরমধ্যে উল্লেখ্যযোগ্য ছিল কয়েকটি গ্রামের জনদুর্ভোগ লাঘবে রছুল্লাবাদ যমুনা খালের উপর কাঠের পুল নির্মাণ। সমপ্রতি সময়ে  নিজ গ্রামের উলফত আলী খান উচ্চ বিদ্যালয়ে স্মার্ট লাইব্রেরি নির্মাণের জন্য ৯ লাখ টাকা অনুদান এনে দেয়ার বিষয়টি অধিকতর প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে।

এলজি ইলেকট্রনিকস থেকে নিজ গ্রামের সেবামূলক কাজে অনুদান এনে দেয়ার বিষয়ে মাহমুদুল হাসান পারভেজ জানান, আমি সবসময় নিজ গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কিছু করতে চাই। 

আমাদের প্রাচীন বিদ্যাপীঠ রছুল্লাবাদ উলফত আলী খান উচ্চ বিদ্যালয়ে একটি স্মার্ট লাইব্রেরি হলে সাধারণ শিক্ষার্থীসহ বই প্রিয় মানুষের জ্ঞানের খোরাক হবে ভেবে অত্র বিদ্যালয়ের অ্যালামনাই এসোসিয়েশনের দপ্তর সম্পাদক ২০০৮ ব্যাচের শিক্ষার্থী মো. সাহাবুদ্দিনের আবেদনের প্রেক্ষিতে এই অনুদানের ব্যবস্থা করেছি।

টিএইচ