শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

নবীনগরে ভ্রাম্যমাণ আদালতে মাংস ব্যবসায়ীদের অর্থদণ্ড

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

নবীনগরে ভ্রাম্যমাণ আদালতে মাংস ব্যবসায়ীদের অর্থদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন লঙ্গন করায় দুজন মাংস ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। 

বুধবার (৭ জুন) উপজেলার ভোলাচং নতুন বাজার ও বাঙ্গরা বাজারে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। 

এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীম আহমেদ ও নবীনগর থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন। 

এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান, মাংসের দোকানগুলোতে ভেটেরিনারি কর্মকর্তার প্রত্যয়ন ছাড়া গরু জবাই করায় এবং নোংরা পরিবেশ থাকায় ও মূল্য তালিকা সংরক্ষণ না রাখায় ২টি দোকানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া সব দোকানে মূল্য তালিকা সংরক্ষণ, স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা ও ডাক্তারের প্রত্যয়ন নিয়ে গরু জবাই করার ব্যাপারে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। জনস্বার্থে সমগ্র নবীনগরে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

টিএইচ