ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন লঙ্গন করায় দুজন মাংস ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার (৭ জুন) উপজেলার ভোলাচং নতুন বাজার ও বাঙ্গরা বাজারে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।
এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীম আহমেদ ও নবীনগর থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান, মাংসের দোকানগুলোতে ভেটেরিনারি কর্মকর্তার প্রত্যয়ন ছাড়া গরু জবাই করায় এবং নোংরা পরিবেশ থাকায় ও মূল্য তালিকা সংরক্ষণ না রাখায় ২টি দোকানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সব দোকানে মূল্য তালিকা সংরক্ষণ, স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা ও ডাক্তারের প্রত্যয়ন নিয়ে গরু জবাই করার ব্যাপারে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। জনস্বার্থে সমগ্র নবীনগরে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
টিএইচ