শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
The Daily Post

নভেম্বরেই চালু হচ্ছে নগরীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে

চট্টগ্রাম প্রতিনিধি

নভেম্বরেই চালু হচ্ছে নগরীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে

নভেম্বর মাসেই চালু হচ্ছে লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত নির্মিত ফ্লাইওভার এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ইতোমধ্যে প্রকল্পের ৭ কিলোমিটার সড়কের কার্পেটিংসহ প্রায় শতভাগ কাজ শেষ হয়েছে। ফ্লাইওভার এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে প্রায় ২০ মিনিটের মধ্যে লালখান বাজার থেকে পতেঙ্গা পৌঁছে যাবে। 

এ ফ্লাইওভারের মাধ্যমে প্রবাসীরা ভোগান্তি ছাড়াই বিমানবন্দরে পৌঁছাতে পারবেন। গত শনিবার বিকেলে পতেঙ্গা এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিদর্শন শেষে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ সাংবাদিকদের সাথে একথা বলেন।

সিডিএ চেয়ারম্যান বলেন, নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্লাইওভার এলিভেটেড এক্সপ্রেসওয়েটি উদ্বোধন করবেন। উদ্বোধনের পরেই ফ্লাইওভারটি যান চলাচলের জন্য খুলে দেয়া হবে। নগরীর যানজটের ভোগান্তি কমাতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি। 

এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মো. মাহফুজুর রহমান বলেন, বর্তমানে প্রকল্পের ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি ২০ শতাংশ কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। ফ্লাইওভার নির্মাণে অনেক বাধা অতিক্রম করতে হয়েছে। বর্তমানে সব বাধা অতিক্রম করে কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে।

চট্টগ্রাম নগরীর বিভিন্ন পয়েন্টে ফ্লাইওভারে উঠা-নামার জন্য ১৪টি র্যাম্প নির্মাণ করা হবে জানিয়ে প্রকল্প পরিচালক বলেন, মূল ফ্লাইওভারের সাথে ১৪টি র্যাম্প থাকবে। এসব র্যাম্পের মাধ্যমে বিভিন্ন পয়েন্ট থেকে মানুষ ফ্লাইওভারে উঠা-নামা করতে পারবে। মূল ফ্লাইওভার চালু হলে আমরা র্যাম্প নির্মাণের কাজ দ্রুত শেষ করতে পারব।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, ম্যাক্সের প্রজেক্ট ম্যানেজার মনির হোসেন, টিম লিডার মো. কাশেম প্রমুখ ।

পতেঙ্গা বিমানবন্দর কেন্দ্রিক যানজট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। তিন হাজার ২৫০ কোটি টাকা ব্যয়ে লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটি ২০১৭ সালের ১১ জুলাই একনেকে অনুমোদন পায়। 

পরবর্তীতে এক হাজার ৪৮ কোটি টাকা বৃদ্ধি পেয়ে চার হাজার ২৯৮ কোটি টাকা করা হয়। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ উদ্বোধন করেন।

টিএইচ