বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

নরসিংদী জেলা কারাগারের সুপার ও জেলার বরখাস্ত

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী জেলা কারাগারের সুপার ও জেলার বরখাস্ত

কর্তব্যে গাফিলতির অভিযোগে নরসিংদী জেলা কারাগারের সুপার আবুল কালাম আজাদ ও জেলার কামরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার সকালে নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

গত শুক্রবার নরসিংদী জেলা কারাগারে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, লুটপাট, বন্দিদের পলায়ন ও কারাগারের ব্যাপক ক্ষতিসাধনের ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

টিএইচ