বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

নরসিংদীতে গাঁজাসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে গাঁজাসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

নরসিংদী জেলা গোয়েন্দা বিভাগের অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে পলাশ উপজেলার কালিরহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলা গোয়েন্দা বিভাগের এসআই এম.নঈমুল ইসলাম মোস্তাকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এক বিশেষ অভিযান চালিয়ে ওই এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. কামরুল ইসলাম ও হারুন মিয়াকে গ্রেপ্তার করে এবং তাদের নিকট থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে এবং সাদা রংয়ের একটি পিকআপ জব্দ করে। 

এ ব্যাপারে পলাশ থানায় একটি মামলা হয়েছে। আটক ব্যক্তিরা দীর্ঘদিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে। 

আটক মো. কামরুল ইসলাম ময়মনসিংহের ত্রিশালের দূর্গাপুর গ্রামের মৃত. আবুল কালামের ছেলে ও মো. হারুন মিয়া সিরাজগঞ্জ সদর উপজেলার আমগতি গ্রামের মৃত. হোসেন আলীর ছেলে।

টিএইচ