মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
The Daily Post

নরসিংদীতে বন্ধ রেলওয়ে স্টেশন চালুর দাবিতে মানববন্ধন

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীতে বন্ধ রেলওয়ে স্টেশন চালুর দাবিতে মানববন্ধন

নরসিংদীতে বন্ধ থাকা রেলওয়ে স্টেশন দ্রুত চালুর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও যাত্রীরা। রোববার (২৪ নভেম্বর) রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশন প্লাটফর্মে সমাজকল্যাণ উন্নয়ন সংগঠনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এলাকাবাসী ব্যবসা, চাকরি, শিক্ষা, চিকিৎসা, বিদেশে গমনসহ কর্মসূত্রে প্রতিদিন হাজারও মানুষ এখান থেকে বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে। দীর্ঘ ৩ বছর ধরে এ স্টেশন বন্ধ থাকায় ভোগান্তির পাশাপাশি দুর্ঘটনা বাড়ছে। দ্রুত স্টেশন মাস্টার নিয়োগ দিয়ে স্টেশনটি চালু করে দুর্ভোগ কমানোর দাবি জানান তারা। 

এসময় উপস্থিত ছিলেন- কামরুজ্জামান বাদল, মনির মৃধা, সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, খোরশেদ আলম, সৈয়দ বিল্লাল, রবিন গাজী, এম আর মামুন, সিদ্দিক মৃধা, সৈয়দ নূর হোসেন তৌহিদ, শাহিন ভিপি, আদনান সামি, রাফিন আহমেদ, আসিফ ভূইয়াসহ গণ্যমান্য ব্যক্তিরা।

টিএইচ