নরসিংদীতে আবার ও শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আসা ভারতীয় প্রসাধনী ও ওষুধ জাতীয় বিভিন্ন পণ্য বোঝাই একটি কাভার্ডভ্যান আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মো. সাদেক (৪৫) নামে কার্ভাডভ্যানের চালকের এক সহযোগীকে আটক করা হয়।
আটক ভারতীয় প্রসাধনী ও বিভিন্ন পণ্যের আনুমানিক মূল্য এক কোটি টাকা। সোমবার দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফীন এ তথ্য নিশ্চিত করেন ।
নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নানের দিক- নির্দেশনায় গত রোববার (১০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরা উপজেলার নারায়ণপুর এলাকার লাল মিয়া ফিলিং স্টেশনের সামনে থেকে কাভার্ডভ্যানসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটক চালকের সহযোগী সাদেক সিলেটের জৈনত্যাপুর উপজেলার চিকনাগোল ইউনিয়নের ঘাটেরচটি গ্রামের মছন মিয়ার ছেলে। তার বাবাও পেশায় একজন ড্রাইভার।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফীন জানান, রোববার রাতে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম শিবপুর উপজেলার মুনসেফেরচর এলাকার ইটাখোলা মোড়ে অবস্থান করছিল।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিলেট থেকে একটি কাভার্ডভ্যান বিপুল সংখ্যক ভারতীয় প্রসাধনী সামগ্রী কর ও শুল্ক ফাঁকি দিয়ে ঢাকা সিলেট মহাসড়ক হয়ে সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা করেছে। সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওই টিমটি মহাসড়ক ধরে ভৈরবের দিকে এগিয়ে যেতে থাকে। ডিবি পুলিশের টিমটি রায়পুরা উপজেলার নারায়ণপুর এলাকার লাল মিয়ার ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে একটি কাভার্ডভ্যানকে দাঁড়ানো দেখতে পায়। এ সময় কাভার্ডভ্যানের ভেতরে কী আছে চালককে জিজ্ঞেস করলে সে দৌঁড়ে পালিয়ে যায়। পরে চালকের সহযোগী সাদেকসহ কার্ভাডভ্যানটিকে আটক করে নরসিংদী ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে আসা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছে শুল্ক ফাঁকি দেওয়া এসব প্রসাধনী ও ওষুধ জাতীয় পন্য সিলেটের সীমান্ত এলাকা থেকে ঢাকার চকবাজারে নিয়ে যাচ্ছিল তারা। তবে এসব পণ্যের কোনো চালান কপি বা রশিদ দেখাতে পারেনি আটক ব্যক্তি। আটক ভারতীয় প্রসাধনী সামগ্রী ও পণ্যের কাভার্ডভ্যানসহ আনুমানিক মূল্য এক কোটি টাকা হতে পারে।
উল্লেখ্য যে, এর আগে গত বুধবার (৭ নভেম্বর) রাত ১১ টায় ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ঘাসিরদিয়া এলাকায় একটি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় কাভার্ডভ্যান চালকসহ ২ জনকে গ্রেফতার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।
টিএইচ