সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

নলছিটিতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

নলছিটিতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ঝালকাঠির নলছিটিতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২০ মে) বিষয়টি জানিয়েছেন নলছিটি থানার ওসি মুরাদ আলী। নিহত রিয়াজ ফকির পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার চরখালী এলাকার নুরু ফকিরের ছেলে।

জানা গেছে, গত রোববার রাতে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঢাপর এলাকায় চোর সন্দেহে এলাকাবাসী তাকে গণপিটুনি দেয়। এতে তিনি নিহত হন। সোমবার (২০ মে) তাকে ঝালকাঠি সদর হাসপাতালে আনা হয়।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. টিএম মেহেদী হাসান সানি বলেন, ওই যুবককে মৃত অবস্থায় ঝালকাঠি হাসপাতালে আনা হয়েছে।

নলছিটি থানার ওসি মুরাদ আলী বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়য়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ