বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩১
The Daily Post

নলছিটিতে পলাতক আসামি গ্রেপ্তার

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

নলছিটিতে পলাতক আসামি গ্রেপ্তার

ঝালকাঠির নলছিটিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার খাগড়াখানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রুহুল আমিন ফকির নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা এলাকার মৃত ময়েজউদ্দিন ফকিরের ছেলে।

 বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার এএসআই কাওসার আহমেদ। তিনি বলেন, ২০১৬ সালে নলছিটি  থানার একটি মামলায় ২০২০ সালে আদালত তাকে এক বছরের কারাদণ্ডের পাশাপাশি এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছিলেন। 

এরপর থেকে আসামি পলাতক ছিলেন। অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

টিএইচ