বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নলছিটিতে লেগুনা খাদে পড়ে আহত ৬

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

নলছিটিতে লেগুনা খাদে পড়ে আহত ৬

ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লেগুনা গাড়ি খাদে পড়েছে। এসময় ৬ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শনিবার (১১ নভেম্বর) পৌরসভার ১নং ওয়ার্ডের মাটিভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম গাজী বলেন, যাত্রী নিয়ে নলছিটি থেকে বারইকরন খেয়াঘাট যাচ্ছিল লেগুনা গাড়িটি। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ৫ থেকে ৬ জন যাত্রী আহত হয়।পরে তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়। তবে গাড়িটির অনেক ক্ষতি হয়েছে।

নলছিটি থানার ওসি মুরাদ আলী বলেন, আমাকে কেউ অবহিত করেনি। আপনার কাছ থেকেই জানতে পারলাম।

টিএইচ