সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

নলছিটিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

নলছিটিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ঝালকাঠির নলছিটিতে গ্রেপ্তারি পরোয়ানাসহ দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. বেল্লাল হোসেনকে গত শনিবার সন্ধ্যায় নলছিটি শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার বেল্লাল হোসেন উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পশ্চিম কামদেবপুর এলাকার আশ্রাফ আলী ফকিরের ছেলে।
 
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১০সালের চরফ্যাশনের একটি চুরি মামলায় বেল্লাল হোসেনকে ২ বছরের  কারাদণ্ডের পাশাপাশি ২ হাজার টাকা অর্থদণ্ড দেন। 

ওই মামলার পর থেকেই সে পলাতক ছিল। নলছিটি থানার ওসি মুহম্মদ আতাউর রহমান বলেন, শনিবার রাতে অভিযান চালিয়ে বেল্লালকে গ্রেপ্তার করা হয়। রোববার (১৪ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

টিএইচ