সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

নাগরপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের নাগরপুরে পূর্ব শত্রুতার জেরে উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান ঝলককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাতে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে তারাবিহ নামাজ শেষে ফেরার পথে নিজ বাড়ির সামনেই তাকে কুপিয়ে চলে যায় দুর্বৃত্তরা।

গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন।

তিনি বলেন, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হবে।

পরিবার সদস্যদের সাথে কথা বলে জানা যায়, কয়েকজন যুবক ঝলককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বাহিরে যাওয়ার পর পরই তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।

টিএইচ