বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

নাগরপুরে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

নাগরপুরে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

টাঙ্গাইলের নাগরপুরে  বৈষম্যবিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় উপজেলার মামুদ নগর ইউনিয়নের আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল গ্রেপ্তার করেছে।

রোববার (১৭ নভেম্বর) মামুদনগর মধ্য বাজার থেকে তাকে গ্রেপ্তার করে নাগরপুর থানা পুলিশ। সে উপজেলার মামুদনগর গ্রামের মৃত. শাহ মাহমুদের ছেলে। তাকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে বিষয়টি জানিয়েছেন নাগরপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম। 

অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই নাগরপুর বাজারে শান্তি পূর্ণভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালনকালে একটি সন্ত্রাসী দল বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর হামলা চালায়। ওই হামলার ঘটনায় মো. মনির হোসেন নামের এক ছাত্র ১২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫০/২০০ জনের নাম উল্লেখ করে নাগরপুর থানায় মামলা করেন। 

নাগরপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্রদের করা মামলায় মামুদ নগর ইউনিয়নের আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান শেখ জজ কামালকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে প্রেরন করা হয়েছে।

টিএইচ