নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে নাগেশ্বরীর সাবেক পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকুকে গ্রেপ্তার করেছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) নাগেশ্বরী থানা পুলিশের বিশেষ টিম গোয়েন্দা তথ্যের উপর অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
পরে তাকে নাগেশ্বরীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, গাড়ি ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার মোহাম্মদ হোসেন ফাকুকে প্রথমে নাগেশ্বরী থানায় নেয়া হয়, পরে তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয় বলে জানান নাগেশ্বরী থানার ওসি মো. রেজাউল করিম রেজা।
টিএইচ