চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা ও নিরাপদ মাতৃত্ব দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ মে) নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভায় নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প. প. কর্মকর্তা ডা. কামাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী ডাক্তার বিউটি বেগম, আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদুল রহমান বিপ্লব, পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক মাইনুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স রওশনআরা সুচি। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা যক্ষ্মা, টিবি, মাতৃত্বকালীন সমস্যাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১৯ হাজার ১৪৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
টিএইচ