শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

নাচোলে বোরো চাষাবাদে ব্যস্ত কৃষকরা

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি  

নাচোলে বোরো চাষাবাদে ব্যস্ত কৃষকরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বেশিরভাগ মানুষের জীবন-জীবিকা কৃষির উপর নির্ভর। তাই কৃষি চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এ অঞ্চলের কৃষকরা আমন ও ইরি-বোরো মৌসুমে বছরে দুবার প্রধান ফসল হিসেবে জমিতে ধান চাষাবাদ করে থাকেন। 

গত বেশ কিছুদিন ধরে দিনের বেশিরভাগ সময় দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশা আর কনকনে ঠাণ্ডায় জবুথবু অবস্থা। তবুও থেমে নেই এ অঞ্চলের কৃষকরা। শীতকে উপেক্ষা করে শুরু করেছেন জমিতে বোরোধানের চারা রোপণ। 

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কুয়াশা আর কনকনে ঠাণ্ডাকে উপেক্ষা করে ট্রলি দিয়ে হাল বেয়ে, জমিকে তৈরি করে নিচ্ছে। পাশাপাশি বীজতলা থেকে চারা তুলে জমিতে বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

কেউ বৈদ্যুতিক সেচ পাম্প চালু করে জমিতে সেচ দিচ্ছেন। কেউ আবার পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করে নিচ্ছেন। কৃষি শ্রমিকরা কুয়াশাচ্ছন্ন সকালে বীজতলা থেকে চারা তুলে বিকাল পর্যন্ত জমিতে ধানের চারা রোপণ করেছেন। সব মিলিয়ে শীতকে উপেক্ষা করে বোরো ধান চাষাবাদ করতে মাঠে শুরু হয়েছে কৃষকদের কর্মজীবন। 
রাওতাড়া গ্রামের ইব্রাহিম আলী জানান ২বিঘা বোরো ধানের চাষাবাদ করেছি। সরিষা তুলে আরো ২ বিঘা চাষাবাদ করবো। 

উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম বলেন, উপজেলায় চলতি বোরো মৌসুমে ৯ হাজার ৯৯০ হেক্টর জমিতে চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে এখন পর্যন্ত ৩ হাজার ৭৫০ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। এবছর বোরো মৌসুমে ৪ হাজার ৫০ জন কৃষককে সার ও বীজ কৃষি প্রনোদনা দেয়া হয়েছে।

টিএইচ