বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নাজিরপুরে আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

নাজিরপুরে আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

পিরোজপুরের  নাজিরপুরে আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে নাজিরপুর থানা পুলিশ। রোববার (১৫ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন নাজিরপুর থানার ওসি মোহাম্মদ মাহামুদ আল ফরিদ ভুঁইয়া।

আ.লীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে তাদের নিজ নিজ বাড়ি থেকেই গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার ৫ নম্বর শাখারীকাঠী ইউনিয়নের উত্তর হোগলা বুনিয়া গ্রামের মোহাম্মদ আজাহার আলী শেখের ছেলে হাবিবুর রহমান শেখ উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক, ৮ নম্বর শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাই মহল গ্রামের ইউনুস উদ্দিন হাওলাদারের ছেলে মো. আবুল বাশার হাওলাদার তিনি শ্রীরামকাঠী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক, ৭ নম্বর শেখমাটিয়া ইউনিয়নের খালেক গাজীর ছেলে মোহাম্মদ কামরুল গাজি তিনি শেখমাটিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আ.লীগের সহ-সভাপতি, ৯ নম্বর কলারদোয়ানিয়া ইউনিয়নের আব্দুল খালেক মিয়ার ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম ডাকুয়া, তিনি কলারদোয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আ.লীগের যুগ্ম সম্পাদক, ১ নম্বর দেউলবারী দোবড়া ইউনিয়নের আবুল আউয়াল ফকিরের ছেলে মো. কামরুজ্জামান মিন্টু দেউলবারি দোবড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক। 

নাজিরপুর থানার ওসি মাহামুদ আল ফরিদ ভূইয়া বলেন, আসামিদের নাজিরপুর থানায় উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর, বিস্ফোরক মামলা ও ঘর পোড়ানো মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এটি আমাদের একটি নিয়মিত অভিযান। 

এ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) এ পাঁচজনকে বিভিন্ন মামলায় আদালতে পাঠানো হয়েছে।

টিএইচ