শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

নাটোর আদালত চত্বরে থেকে আটকরা কারাগারে

নাটোর প্রতিনিধি 

নাটোর আদালত চত্বরে থেকে আটকরা কারাগারে

নাটোরে জেলা দায়রা ও জজ আদালত চত্বরে এক বিচারপ্রার্থী রাতুল ইসলাম সময়ের ওপর সন্ত্রাসী হামলা মামলায় আটক আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সদর থানা পুলিশের রিমান্ড আবেদনের শুনানির দিন ১৮ মার্চ ধার্য করেন আদালত। 

গত ১৫ মার্চ মামলার প্রধান আসামি সজিবসহ পাঁচজনকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত আজ শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে প্রেরণ করেন। বিষয়টি জানিয়েছেন নাটোর জেলা ও দায়রা জজ আদালতের পুলিশ পরিদর্শক মোস্তফা কামাল।

নাটোর থানার ওসি মিজানুর রহমান জানান, গত শুক্রবার আসামিদের হাজিরা করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত রিমান্ডের ব্যাপারে ১৮ মার্চ শুনানির দিন ধার্য করেন। তিনি জানান, যে পাঁচজন আসামিদের আদালত চত্বর থেকে আটক করা হয়েছে। 

তারা হলেন— নাটোর সদরের ফতেঙ্গাপাড়া এলাকার রাইজুল ইসলামের ছেলে সজীব (৩০), বঙ্গজলের সেকেন্দারের ছেলে সুমন (৩৫), কানাইখালীর শওকতের ছেলে শাহারিয়া (২৮), গাড়িখানা এলাকার সবুরের ছেলে সবুজ (২৭) এবং শহরের দক্ষিণ পটুয়াপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে মাহমুদুল হাসান সোহাগ (৩০)। 

আসামিদের সাথে থাকা আরও সহযোগীদের ধরতে এবং উদ্ধার হওয়া ৪ রাউন্ড গুলির আগ্নেয়াস্ত্র উদ্ধারের ব্যাপারে তথ্য জানতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে ওসি মিজানুর রহমান জানান।

গত ১৪ মার্চ নাটোর কোর্ট চত্বর এলাকায় প্রকাশ্যে রাতুল ইসলাম সময়কে কুপিয়ে জখম করা হয়। একটি মামলার হাজিরা দিয়ে ফেরার পথে কোর্ট চত্বরেই ওই হামলা করা হয়। 

এরপর আহত সময়ের দাদা আফজাল হোসেন বাদী হয়ে ১১ জনের নামসহ আরও ৫-৭ জন অজ্ঞাত আসামির নামে এজাহার করেন। ওই ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ ৫ হামলাকারীকে আটক করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

টিএইচ