রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

নাটোরে আম সংগ্রহ শুরু

নাটোর প্রতিনিধি

নাটোরে আম সংগ্রহ শুরু

নাটোরে গোপালভোগ জাতের আম পাড়ার মাধ্যমে মৌসুমের আম সংগ্রহ শুরু হয়েছে। শনিবার (২৫ মে) সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের কামারদিয়া এলাকায় শাহ আলমের আমবাগানে আম পাড়া দিয়ে এ মৌসুমের আম সংগ্রহ শুরু হয়। 

আম সংগ্রহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুল ওয়াদুদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপপরিচালক (শস্য) লুৎফুন নাহার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আকতার হোসেন, রাজাপুর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা বদিউজ্জামান প্রমুখ।

আম বাগানের শ্রমিক রফিকুল ও সায়েদুল বলেন, আমের সিজনে তারা প্রতিদিন ১ হাজার টাকা মজুরি নিয়ে আম পাড়ার কাজ করেন।

আম চাষী শাহা আলম বলেন, এবছর তীব্র খরায় আমের মুকুল শুকিয়ে ঝড়ে গেছে। কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের পরামর্শে গাছে পর্যাপ্ত পানি ও স্প্রের ব্যবস্থা করার পরেও আম কম ধরেছে।

এ বছর ২ বিঘা গোপালভোগ আমের বাগান বিক্রি করেছি ১ লাখ ৪০ হাজার টাকায়। অথচ গত বছরে এই বাগান বিক্রি করেছিলাম ২ লাখ ৫০ হাজার টাকায়। সময়মতো পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় পানি সেচ, সার কীটনাশক বেশি প্রয়োগ করতে হয়েছে। আবার শ্রমিক খরচও বেশি লেগেছে।

আহম্মেদপুর আড়তের আম ব্যবসায়ী কামরুজ্জামান রউফ বলেন, এবার খরার কারণে আম উৎপাদন কম হয়েছে। যেখানে আমার আড়তে দিনে ১৫০-২০০ মণ আম আমদানি হয় সেখানে এবার আঁটির আম ৬০-৭০ মণ করে আমদানি হচ্ছে।

এ ব্যাপারে জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুল ওয়াদুদ বলেন, আমের উৎপাদন কম হলেও বাজারে আমের দাম বেশি হওয়ায় আমচাষীরা লাভবান হবেন।

কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এবছর ৫ হাজার ৭১৮ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। আর গত বছরে আম উৎপাদন হয়েছিল ৭৭ হাজার ১৩২ টন।

টিএইচ