বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
The Daily Post

নাটোরে জাতীয় প্রবাসী দিবস পালিত

নাটোর প্রতিনিধি   

নাটোরে জাতীয় প্রবাসী দিবস পালিত

‘প্রবাসীর কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ার তারাও সমান অংশীদার’- এই প্রতিপাদ্য নিয়ে প্রথমবারের মত জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (৩০ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।

সভায় বক্তারা বলেন, রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকার এসব রেমিটেন্স যোদ্ধাদের জন্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও প্রশিক্ষণ প্রদান, প্রবাসী আয় প্রেরণে প্রণোদনা প্রদানসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। 

দক্ষতার মাধ্যমে প্রবাসে গমন এবং নিরাপদ করতে কাজ করে যাচ্ছে সরকার। প্রবাসে অবস্থানকে অর্থময় করতে এই দিবস ভূমিকা পালন করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাছুদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম, নাটোর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ গোলাম নবী ও প্রশিক্ষক সাইদুর রহমান, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ‘আলোর নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা, নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ।

টিএইচ