বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নাটোরে বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি

নাটোরে বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত

সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে নাটোরে দিকনির্দেশনামূলক যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির ৪র্থ ধাপের অংশ হিসেবে জেলা পরিষদ মিলনায়তনে জেলা জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের আয়োজনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। 

কর্মীসভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রাকিব, জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম পলসহ কেন্দ্রীয় ও নাটোর জেলার স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতারা। 

এ সময় বক্তারা বলেন, ৫ আগস্টের আগে নাটোরে আ.লীগের ফ্যাসিস্ট এমপিরা যে অত্যাচার চালিয়েছে তাদের বিচার হতে হবে। অবিলম্বে তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানান বক্তারা। এছাড়াও তারেক রহমানের নির্দেশে ও নেতৃত্বে আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পরার কথাও বলেন তারা। 

আগামীতে দেশের যেকোন ধরনের ক্রান্তিতে বা স্বৈরাচার পতনের জন্য ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছে বিএনপির স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। আবারো যদি কোন সংকট দেখা দেয় এই নেতাকর্মীরা কঠোর হাতে তা মোকাবেলা করবে। 

টিএইচ