সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

নাটোরে বিসিএসে সুপারিশপ্রাপ্ত ও বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীর সংবর্ধনা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

নাটোরে বিসিএসে সুপারিশপ্রাপ্ত ও বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীর সংবর্ধনা

দেশের ৯৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে অধ্যয়নরত নাটোর জেলার মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী মিলনমেলা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

গত শনিবার ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোর (পুসান) এর উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি। পুসানের সভাপতি জিহাদ হাসানের সভাপতিত্বে বড়াইগ্রামের বনপাড়া সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) মো. সাইদুর রহমান সম্মানিত অতিথির বক্তব্য রাখেন। 

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের এমপি আবুল কালাম আজাদ, নীলফামারীর পুলিশ সুপার আমিরুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জোনাল এক্সিকিউটিভ অফিসার (উপ-সচিব) মোতাকাব্বির আহমেদ রাজু, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব হাবিবুর রহমান, ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস, চট্টগ্রামস্থ নাটোর জেলা সমিতির সভাপতি মোখলেছুর রহমান সপু ও সম্পাদক আব্দুস সোবহান, অধ্যক্ষ ড. ফাদার শংকর ডমিনিক গমেজ, নাটোর প্রেস ক্লাব সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন। 

অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা তানভীর আনোয়ার। অনুষ্ঠানে ৪১ এবং ৪৩তম বিবিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত নাটোরের ২২ জন মেধাবীকে সংবর্ধনা প্রদান এবং ৯৭টি পাবলিক ইউনিভার্সিটিতে নতুন ভর্তি হওয়া ২০০ শিক্ষার্থীকে বরণ করে নেয়া হয়। 

টিএইচ