বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
The Daily Post

নাটোরে মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রম শিক্ষকদের মানববন্ধন

নাটোর প্রতিনিধি

নাটোরে মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রম শিক্ষকদের মানববন্ধন

নাটোরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-কেয়ারটেকারদের ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘শিক্ষকদের খবর দে, আউটসোর্সিং কবর দে’ স্লোগান নিয়ে রোববার (২৩ মার্চ) নাটোর জেলা কমিটির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন পালিত হয়।

আউটসোর্সিং বাতিল করা, সব জনবলকে রাজস্বভুক্ত করা, কর্মী ও কেয়ারটেকারদের স্কেলভুক্ত করা, শিক্ষকদের সম্মানী বৃদ্ধি করা ও ঈদের পূর্বেই প্রকল্প অনুমোদন করে সব জনবলের বকেয়া বেতন পরিশোধ করার ৫ দাবি মানববন্ধনে উত্থাপন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের নাটোর জেলা কমিটির মানববন্ধনে জেলা ফিল্ড সুপারভাইজার আব্দুল লতিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির সভাপতি মাওলানা মো. জালাল উদ্দীন, সেক্রেটারি মাওলানা মো. শহিদুল ইসলাম, সহসভাপতি মাওলানা মো. মকবুল হোসেন, আইসিটির শিক্ষক মাওলানা মো. রোকনুজ্জামান।

এছাড়াও মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষকদের মানববন্ধনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন- সাবেক মন্ত্রী ও জেলা বিএনপির নেতা অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলার আমির মো. নূরুল ইসলাম।

টিএইচ