রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

নাটোরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি

নাটোরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোরের উত্তর বড়গাছা জোলার পাড় এলাকার হাফসা ছাত্রীনিবাস থেকে নুসরাত জাহান মারিয়া বৈশাখী নামের এক কলেজ ভর্তি পরীক্ষার্থীর গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার মরদেহ উদ্ধার করে। তিনি নাটোরের সিংড়া উপজেলার বাহাদুরপুর এলাকার রফিকুল মৃধার মেয়ে। 

বৈশাখী বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পাশ করে কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য ওই ছাত্রীনিবাসে ভাড়া থেকে পড়াশোনা করতো। তিনি জেলা ব্যাডমিন্টন দলেরও খেলোয়াড় ছিলেন।

ছাত্রীনিবাসের মালিক হাবিবুর রহমান চুন্নু জানান, গত শনিবার রাতে ছাত্রীনিবাসে অবস্থানরত ছাত্রীরা তাকে ফোন দিয়ে জানায় বৈশাখীর রুম বন্ধ রয়েছে আর রুম থেকে কোন সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। এরপর তিনি বৈশাখীর পরিবার ও থানায় খবর দেন। পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে তার রুমের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। বৈশাখীর ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সেগুলো থেকে আত্মহত্যার কারণ জানার চেষ্টা করা হবে। আর মৃতদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

টিএইচ