নাটোরে হত্যা মামলাসহ ১৩ মামলার আসামি যুবলীগ নেতা শফিকুল ইসলাম কালিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে তাকে নাটোর শহরের হরিশপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
নাটোর সদর থানার ওসি মাহবুব রহমান নিশ্চিত করেছেন। গ্রেপ্তার শফিকুল ইসলাম কালিয়া নাটোর সদর উপজেলার হরিশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং ৫নং বড়হরিশপুর ইউপি চেয়ারম্যান ওসমান গণি ভুঁইয়ার ছেলে।
ওসি মাহবুব রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে শহরের হরিশপুর এলাকায় একটি বিলের মধ্যে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে কালিয়াকে পুলিশ গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে ৪টি হত্যা মামলা, চাঁদাবাজি ও দখলবাজিসহ ১৩টি মামলা রয়েছে। রোববার (২ মার্চ) তাকে নাটোর আদালতে পাঠানো হয়েছে।
টিএইচ