বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

নাটোরের প্রধান সড়কের বেহাল দশা

নাটোর প্রতিনিধি

নাটোরের প্রধান সড়কের বেহাল দশা

নাটোরের প্রধান সড়কের বেহাল অবস্থায় ঝুঁকিপূর্ণভাবে চলছে যানবাহন। সঙ্গে বেড়েছে দুর্ঘটনার সম্ভাবনাও। সরেজমিনে দেখা যায় নাটোরের মাদ্রাসা মোড় এলাকা থেকে বনপাড়া হয়ে নাটোর-পাবনা সীমানার রাজাপুর এলাকা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার রাস্তার বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের। 

এতে একদিকে ঝুঁকিতে চলছে যানবাহন অন্যদিকে বেড়েছে দুঘর্টনার সম্ভাবনা। আবার বৃষ্টির কারণে এসব গর্তে পানি জমে। ফলে যানবাহনের চাকা আটকে গিয়েও দুর্ঘটনার কবলে পড়ে যানবাহন। কোন কোন সময় মালবাহি ট্রাকও উল্টে গিয়ে পাশের খাদে পড়ে মৃত্যুর সঙ্গে পণ্য ক্ষতির ঝুঁকি বাড়ায়। 

তবে মোটরবাইক, অটোরিক্সা, সিএনজি সব যানবাহনই চলাচল করে ঝুঁকিতে। বাবুল, সজিবুর নামের একাধিক ট্রাক ও বাসের ড্রাইভার বলেন, প্রধান সড়কের এমন বেহাল অবস্থায় চলাচল করা খুবই কষ্টদায়ক। গর্তের মধ্যে মালবাহি ট্রাকের চাকা আটকে গেলে অনেক বিপদে পড়তে হয়। তখন সমস্ত ট্রাকের মাল নামিয়ে রেখে গর্ত থেকে ট্রাক তুলতে হয়। 

এত সময়েরও অপচয় হয়। কখনো কখনো ট্রাক উল্টে প্রাণের সঙ্গে পণ্যেরও ক্ষতি হয়। আবার এবড়ো খেবড়ো রাস্তায় চলতে বাসের যাত্রীদেরও শারীরিক সমস্যার কথা বলেন তারা। 

এ ব্যাপারে নাটোর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম সরকার বলেন, প্রধান সড়কের কাজের জন্য ৩০ কোটি টাকার টেন্ডার হয়েছে। যেটা নভেম্বর থেকে শুরু হয়ে আগামী বছরের জুন নাগাদ শেষ হবে। 

টিএইচ