বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নাট্য সংগঠন ফেনী থিয়েটারের কমিটি গঠন

ফেনী প্রতিনিধি

নাট্য সংগঠন ফেনী থিয়েটারের কমিটি গঠন

জেলার ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ফেনী থিয়েটারের দুই বছর (২০২৩-২০২৫,) মেয়াদের জন্যে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গত রোববার সংগঠনের ঈদ পুণর্মিলনী শেষে  তানভীর আলাদিনকে প্রধান সমন্বয়কারী ও আনোয়ার হোসেন রাজুকে সমন্বয় সচিব করে এই কমিটি করা হয়। 

কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম -সমন্বয়কারী তুহিন মাহমুদ, সমন্বয় সচিব আনোয়ার হোসেন রাজু, যুগ্ম-সমন্বয় সচিব নাজমুল হক শামীম, অর্থ সমন্বয়কারী ফজলুল হক রনি, প্রচার ও প্রযোজনা সমন্বয়কারী ইরফান মিয়াজী, প্রযোজনা সমন্বয়কারী আবদুল্লাহ আল ফাহাদ ও দফতর সমন্বয়কারী ফাতেমা জান্নাত শশী।

সদস্য: মো. কামরুল আলম, অ্যাড. রাশেদ মাযহার, শাহদাত হোসেন রুবেল, কাজী ইকবাল আহমেদ পরাণ, মো. বোরহানুল ইসলাম নাহিন, তাহমিনা তোফা সীমা ও ইমন চৌধুরী।

টিএইচ