বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নান্দাইলে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপিত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইলে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপিত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় স্বেচ্ছাসেবক সংগঠন ও স্বেচ্ছাসেবক দিবস উদযাপন কমিটির আয়োজনে ৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপিত হয়েছে।  

এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নান্দাইল উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. ইনসান আলীর সভাপতিত্বে উপজেলা সদরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

স্বেচ্ছাসেবক প্রভাষক সাঈদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল, বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. দিবাকর ভাট, নান্দাইল মডেল থানার ওসি মো. ফরিদ আহমেদ, সাংবাদিক এনামুল হক বাবুল, আলম ফরাজি, শামছ-ই-তাবরীজ রায়হান, স্বেচ্ছাসেবক এমদাদুল হক প্রমুখ। 

এসময় নান্দাইল উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা ও সদস্যরাসহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টিএইচ