বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নান্দাইলে ৪২ বস্তা চিনিসহ ট্রাকচালক আটক

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইলে ৪২ বস্তা চিনিসহ ট্রাকচালক আটক

ময়মনসিংহের নান্দাইলে ৪২ বস্তা চিনিসহ ট্রাক ও চালককে আটক করা হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কানরামপুর এলাকার দত্তপুর বাজার থেকে চিনিসহ ট্রাকটিকে আটক করা হয়। 

এসময় ট্রাক চালকেও আটক করে স্থানীয় জনতা। জানা গেছে, দত্তপুর বাজারের রিপন মিয়ার দোকানের সামনে ট্রাকটি চিনির বস্তাসহ দাঁড়িয়ে থাকলে স্থানীয় জনতার মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। 

ভারতীয় চিনির সন্দেহে স্থানীয় জনতা চিনিসহ ট্রাক ও চালককে আটক করে থানা পুলিশকে অবহিত করে। পরে নান্দাইল মডেল থানার এসআই মো. আশরাফ ফারুক ঘটনাস্থল থেকে ৪২ বস্তা চিনিসহ ট্রাক ও চালককে আটক করে থানায় নিয়ে আসেন।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় দোকানদার রিপন মিয়ার দাবি, এগুলো দেশীয় চিনির বস্তা। তবে গাড়ি ও চালানের সঠিক কাগজপত্র নিয়ে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

টিএইচ