নারায়ণগঞ্জের নবাগত জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন- সাংবাদিক হলো সমাজের দর্পন। জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সাংবাদিকরা সব তথ্য তুলে ধরে সমাজ তথা দেশের নতুন দিগন্তের ধার উন্মোচন করেন।
এসময় সাংবাদিক নেতারা নবাগত জেলা প্রশাসকের কাছে নারায়ণগঞ্জের হকার, যানজট নিরসন, সন্ত্রাস ও মাদক উচ্ছেদের বিষয়ে জোরালো আবেদন করেন।
জেলা প্রশাসক বলেন- আপনাদের শহরে আমি নতুন তবে আপনাদের সহযোগিতা পেলে সকল সমস্যা সমাধানে এগিয়ে আসতে পারবো। এসময় সভায় ইলেক্ট্র্রিক, প্রিন্ট মিডিয়া ছাড়াও সরকারের উচ্চ পদস্ত নেতারা উপস্থিত ছিলেন।
টিএইচ