নারায়ণগঞ্জে উৎপল রায় নামে এক এনজিও প্রকল্প পরিচালক খুন হয়েছে। গত সোমবার রাতে টানবাজার সাহাপাড়া এলাকায় সাততলা ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বটি দিয়ে গলাকেটে তাকে হত্যা করা হয়েছে।
নিহত উৎপল রায় টানবাজার এলাকার বাসিন্দা। তার দুই ছেলে একজন দেশের বাহিরে থাকেন, অপর ছেলে ডাক্তার।
এ বিষয়ে নিহত উৎপল রায়ের ছেলে উজ্জ্বল রায় বলেন আমি রাতে বাসায় এসে দেখি দরজা লক করা। ওই সময় দরজার লক ভেঙে ঘরে প্রবেশ করে দেখি বাবার রক্ত মাখা লাশ মেঝেতে পড়ে রয়েছে। তিনি জানান বন্দর থেকে এক কাজের মহিলা প্রতিদিন সকালে আসে রাতে চলে যায়। ওই কাজের মহিলা এ ঘটনার সঙ্গে জড়িত আছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে সদর থানার ওসি নাসির উদ্দিন বলেন ঘটনাস্থলে রক্তমাখা বটি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে বটি দিয়ে জবাই করে তাকে হত্যা করা হয়েছে।
টিএইচ