রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
The Daily Post

নারায়ণগঞ্জে কাঁচাবাজার ও হকার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে কাঁচাবাজার ও হকার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত

নারায়ণগঞ্জের মীরজুমলা সড়কে অবৈধ কাঁচা বাজার ব্যবসায়ী ও হকারদের উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত রাস্তার দুপাশে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন নোমান। 

উচ্ছেদ অভিযান পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নারায়ণগঞ্জ জেলার সকল জনপ্রতিনিধিদের সমন্বয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ গোল টেবিল বৈঠকে সকলে একসঙ্গে ঐক্যমত পোষন করেন। 

আর এই ঐক্যের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। হকার উচ্ছেদ করার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ একটি যানজট মুক্ত নগরী গড়ে তোলা হবে। 

এ সময় ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমির খসরুসহ প্রশাসন ও মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।  

টিএইচ