নারায়ণগঞ্জের ঢাকেশ্বরী এলাকায় গ্যাসের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন।
সোমবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটে। দগ্ধদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধদের মধ্যে রয়েছেন—সোহাগ (২৩), রুপালি (২০), সামিয়া (১০), জান্নাত (৪), হান্নান (৫০), সাব্বির (১২), সুমাইয়া (দেড় বছর) ও নুরজাহান (৩৫)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে জানান, দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে, তা নির্ধারণের পর বিস্তারিত জানানো হবে।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ওই ভবনে গ্যাস লিকেজের সমস্যা ছিল। এ নিয়ে সতর্কতা অবলম্বন না করায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
টিএইচ