বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপির সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপির সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

বিএনপির ডাকা সকাল-সন্ধা হরতাল পালনকালে পুলিশ-বিএনপির সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। 

রোববার (২৯ অক্টোবর) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারগ্যাস ছুড়ে। এতে বিএনপির পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়।

জানাগেছে, হরতালকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা প্রেস ক্লাবের পিছন দিক দিয়ে একটি মিছিল বের করে। এসময় পুলিশ মিছিলে বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় বিএনপির পক্ষ থেকে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছুড়ে। এ সংঘর্ষ থেমে থেমে প্রায় এক ঘণ্টা চলতে থাকে। 

এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেন, আমাদের শান্তিপূর্ণ হরতাল পালনকালে পুলিশ আমাদের উপর টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়ে। এতে আমাদের কয়েকজন নেতা কর্মী গুলিবিদ্ধ হয়। 

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান বলেন, প্রেস ক্লাবের সামনে বিএনপির নেতাকর্মীরা রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাধা দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

টিএইচ