সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

নারায়ণগঞ্জে বিএনপির ৬ নেতা বহিষ্কার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে বিএনপির ৬ নেতা বহিষ্কার

নির্বাচনি প্রচরণায় অংশ নেওয়ায় নারায়ণগঞ্জ বিএনপির ছয় নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন। 

বহিষ্কৃত নেতারা হলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আতাউর রহমান মুকুল, সিটি কপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমদ, বিএনপির নেতা হান্নান, সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ ও ৩ নং বিএনপির সহসভাপতি নুরুজ্জামান। তাদের সদস্য পদসহ বিএনপি অঙ্গসংগঠনের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বিএনপি হয়েও দলের বিরুদ্ধে গিয়ে নির্বাচনি প্রচরণায় অংশ নেওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

টিএইচ