শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
The Daily Post

নারায়ণগঞ্জে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

নারায়ণগঞ্জে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের ফতুল্লায় হত্যা মামলায় মাসুম নামে একজন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১০ এপ্রিল) অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, ফতুল্লা থানায় দায়ের করা কিশোর হত্যা মামলায় আদালত একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময়ে আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাসুম ফতুল্লার তল্লা ছোট মসজিদ এলাকার আব্দুল আহাদের ছেলে। সেই সঙ্গে ভুক্তভোগি মুরাদ তল্লা মাদবরবারী এলাকার পনির হোসেনের ছেলে।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. খন্দকার আজিজুল হক হান্টু বলেন, ২০০৪ সালের আগস্ট মাসে সাজাপ্রাপ্ত আসামিসহ তার সহযোগিরা মিলে মুরাদকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করে।

পরে এ ঘটনায় মুরাদের মা সাহারা খাতুন বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

টিএইচ