বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের প্রচারাভিযান

নীলফামারী প্রতিনিধি

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের প্রচারাভিযান

নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়ন পরিষদে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের প্রচারাভিযান উপলক্ষে র্যালি, কর্মীদের স্বরচিত কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ ও ইউএনডিপি কর্তৃক বাস্তবায়নাধীন স্বপ্ন প্রকল্পের আয়োজনে নারী ও শিশুর প্রতি সহিংসতা।  স্বপ্ন প্রকল্পের স্বপ্ন কর্মীদের শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক স্ব-রচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতা করা হয়। 

স্বপ্ন প্রকল্পের প্রজেক্ট অফিসার ডালিম কুমার রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন ধর্মপাল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা বাবু ক্ষিরোদ চন্দ্র রায়, পারিবারিক বিরোধ নিরসন কমিটির সভাপতি মোছা. রাহেনা বেগম, শিশু ও নারী নির্যাতন কমিটির সভাপতি মো. ইউনুস আলী, মো. সামসুল আলম, প্রকল্প সমন্বয়কারী, স্বপ্ন প্রকল্প, ইএসডিও, নীলফামারী এবং ধর্মপাল ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু তাহের।  

মো. আবু তাহের বলেন শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নারী পুরুষ উভয়কে কাজ করতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে যেন বাল্যবিয়ে কোনভাবে সংঘটিত না হয়। 

তিনি বলেন, শিশু ও নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে আমরা দৃঢ় অঙ্গীকারবদ্ধ। সব শেষে স্বরচিত কবিতা প্রতিযোগিদের বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

টিএইচ