কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালেও নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরসহ সব নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সর্বস্তরের নার্স কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থীরা।
তাদের দাবি, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ হতে প্রশাসন ক্যাডাদের অপসারণ করে ওই পদগুলোতে নার্সদের পদায়ন করতে হবে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বরিশাল মহানগর নার্সিং সংস্কার পরিষদের আয়োজনে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করেন নার্সিং সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
বরিশাল মহানগর নার্সিং সংস্কার পরিষদের প্রধান সমন্বয়ক আলি আজগর বলেন, আমাদের এক দফা, এক দাবি, নার্সিং অধিদপ্তর সংস্কার, নার্সিং দপ্তরের কোন প্রশাসন থাকবে না। পাশাপাশি নার্সদের বদলি সংক্রান্ত জটিলতা নিরসন এবং বদলি বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত সিন্ডিকেটদের অপসারণ করা হোক।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মহানগর নার্সিং সংস্কার পরিষদের সমন্বয়ক ছগির হোসেন, শাহ আলম, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি নার্সিং কলেজের শিক্ষক ফরিদা বেগম, আনোয়ার হোসেন, নুর-আলমসহ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরীর বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তরা বলেন, আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।
টিএইচ